কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর ইসলাম পাটোয়ারী, সহ-প্রচার সম্পাদক দেলোয়ার হোসেনের নেতৃত্বে আরও কয়েকজন বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
এ উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় আয়েশা ছিদ্দিকা মহিলা মাদরাসা মিলনায়তনে জামায়াতে ইসলামীতে যোগদানকৃতদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বরণ করে নেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মুজিবুর রহমান ভুঁইয়া, জামায়াত নেতা শাওনেওয়াজ কাজল, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, সেক্রেটারি মোতাহার হোসেন মোল্লা, চিওড়া ইউনিয়ন জামায়াতের আমির শাহ জালাল টিপু, সেক্রেটারি হুমায়ুন কবির সুজন, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ হাছান মজুমদার, বাতিসা ইউনিয়ন জামায়াত নেতা আবু ইউসুফ, মাহফুজুর রহমান প্রমুখ।
বিজ্ঞাপন
জামায়াতে ইসলামীতে সদ্য যোগদানকৃত ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর ইসলাম পাটোয়ারী বলেন, মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও পরকালের স্মরণ এবং ভয় থেকে আমি বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেছি। বিএনপির ওয়ার্ড সেক্রেটারি থাকাকালীন আমি বিভিন্নভাবে বহু স্থানে, বহু মানুষের সামনে লজ্জিত হয়েছি। বিভিন্ন মারামারি-হানাহানি ও বিচার-সালিশ নিয়ে ব্যাপক অতিষ্ঠ হয়ে গেছি। বিএনপিতে কোনো প্রকার দলীয় শৃঙ্খলা নেই, দলীয় নেতাকর্মীদের মধ্যে নেই কোনো আন্তরিকতা। কেউ কাউকে মানে না। বিভিন্ন সভা-সমাবেশে টাকা খরচ করে লোকজন নিয়ে গেলেও সিনিয়র নেতা কর্তৃক অপমানিত হতে হয়।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সহ দলীয় সব কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার পরও বিভিন্ন মিথ্যা অপবাদ শুনতে আর ভালো লাগে না। কথায় কথায় অপমান আর তুচ্ছ-তাচ্ছিল্য করা হয় এখানে। দলীয় প্রোগ্রামসহ যেকোনো অনুষ্ঠানে গেলে কোনো মূল্যায়ন তো করা হয়ই না, বরং সেখানে নাম ধরে ধরে সকলের সামনে করা হয় অপমান। তাই আমি আজ আমার জনবল নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। দেশপ্রেম ও আল্লাহর দায়ী হওয়ার তাগাদায় এমন বাস্তবধর্মী সিদ্ধান্ত নিতে পেরে আমি মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি।
প্রতিনিধি/এসএস

