পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বোদা উপজেলায় পরিবেশের মারাত্মক ক্ষতি সাধনের দায়ে দুইটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং প্রস্তুতকৃত কাঁচা ইট এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।
বিজ্ঞাপন
অভিযানে দেবীগঞ্জ উপজেলার বানুরহাট এলাকার মেসার্স জেএবি ব্রিকস এবং বোদা উপজেলার সদর ইউনিয়নের মন্নাপাড়া এলাকার মেসার্স বিবি ব্রিকস-এ অভিযান চালানো হয়।
_20251213_205335838.jpg)
অভিযানকালে ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয় এবং ভাটায় জ্বলন্ত আগুন পানি দিয়ে নিভিয়ে দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। পরে এক্সকেভেটর ব্যবহার করে তৈরি কাঁচা ইট ধ্বংস করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহমিদুর রহমান ও মোহাম্মদ আসিফ আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটালিয়ন এবং জেলা পুলিশের সদস্যরা।
পঞ্চগড় পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসব অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। ইটভাটাগুলো পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনানুগ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল, যা পরিবেশ দূষণ ও ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর।
তিনি আরও জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস

