ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিজ্ঞাপন
কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজি আখতারুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান প্রমুখ।
![]()
বক্তারা উল্লেখ করেন, নির্বাচন বানচালের একটি শক্তি ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে স্বতন্ত্র প্রার্থী হাদিকে গুলি করা হয়। দেশকে অস্থিতিশীল করার জন্যই এ রকম ঘটনা সৃষ্টি করা হচ্ছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

