মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় মুখে মাস্ক পরে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিলও করেন তারা।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সদর উপজেলার সমাদ্দার থেকে মোস্তফাপুর বড় ব্রিজের মধ্যবর্তী ৩টি স্থানে গাছ ফেলে এ অবরোধ করা হয়। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে আটকে যায় দূরপাল্লার যানবাহন। দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে যাত্রী ও চালকরা। পরে সকাল ৭টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক করে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা।
বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখান করার দাবিতে ভোররাতে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার, কলাবাড়ি এবং ঘটকচর ও মোস্তফাপুর বড় ব্রিজের মাঝামাঝি অন্তত ৩টি স্থানে ৮ থেকে ৯টি গাছ ফেলে অবরোধ করা হয়। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দিনের প্রথম প্রহরেই ভোগান্তিতে পড়ে দূর-দূরান্তের যাত্রী ও চালকরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় সড়ক থেকে গাছগুলো অপসারণ করেন এবং সকাল ৭টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছ। ওই ভিডিওতে দেখা যায়, মহাসড়ক অবরোধ করে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান।
বিজ্ঞাপন
![]()
বক্তব্যে তিনি বলেন, আজকে তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চান। এই নির্বাচন বাঙালি মানবে না, মানে না। আজকে মাদারীপুর-রাজৈর-বরিশালে কোনো গাড়ি চলবে না। আমরা শেখ হাসিনা ছাড়া কোনো কিছু চিনি না, কিছু মানি না, মানব না।
মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার জাহিদুল ইসলাম ভুঁইয়া বলেন, খবর পেয়ে সমাদ্দার এলাকায় গিয়ে ৫টি গাছ অপসারণ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
![]()
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুল আল রশিদ বলেন, ভোররাতে মহাসড়কে কয়েকটি গাছ ফেলেছিল দুষ্কৃতকারীরা। পরে পুলিশ দেখে তারা পালিয়ে যায়। এসময় দ্রুত সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
প্রতিনিধি/এসএস

