শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১২ ফেব্রুয়ারি যেকোনো মূল্যে ভোট হবে: ওয়াদুদ ভুঁইয়া

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

১২ ফেব্রুয়ারি যে কোনো মূল্যে ভোট হবে: ওয়াদুদ ভুঁইয়া

বিএনপির জ্যেষ্ঠ নেতা ওয়াদুদ ভুঁইয়া শনিবার (১৩ ডিসেম্বর) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে, আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এটিকে বানচাল করার জন্য বিদেশি মদতপুষ্ট একটি চক্র গুপ্তহত্যা চালাচ্ছে।

জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ভুঁইয়া অভিযোগ করেন, বিদেশিদের ‘শক্তি, সাহায্য ও সহযোগিতায়’ একটি চক্র নির্বাচন বানচাল করার লক্ষ্যে ‘গুপ্ত, গোপন হামলায় মানুষ এবং নির্বাচনের প্রার্থী খুন করছে।’


বিজ্ঞাপন


খাগড়াছড়ি শহরে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি এবং গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভুঁইয়া বলেন, ‘গতকাল জুলাই আন্দোলনের শেখ হাসিনা পতনের প্রথম সেনাপতি ওসমান হাদিকে গেরিলা গ্রুপ, গুপ্ত বাহিনী বিদেশি সাহায্যের ইন্ধনে প্রকাশ্য দিবালোকে মাথায় গুলি করেছে, আজকে হাদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’

তিনি অভিযোগ করেন, যারা ভোট নিয়ে নির্বাচিত হতে পারবে না এবং ১৫ বছর ধরে ক্ষমতা ভোগ করেছে, তারাই নির্বাচন বানচাল করে ‘গণতন্ত্রকে আবারো ধ্বংসের মুখে ফেলে দেওয়ার’ চক্রান্ত করছে।

ওয়াদুদ ভুঁইয়া বলেন, দেশের মানুষ ভোট দিতে চায়, কিন্তু তরুণ তিনটি প্রজন্ম ভোট দিতে পারেনি। তিনি জোর দিয়ে বলেন, ‘ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ যে কোনো কিছুর মূল্যে এই দেশের ভোট হবে।’


বিজ্ঞাপন


tr-e

সমাবেশে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, সাধারণ সম্পাদক এম. এন. আবছার-সহ দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জেলা বিএনপির স্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর