শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ 
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহিদ ইবনে জামান (৯) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকার খান মার্কেটের সামনে এই ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


এই বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদুল ইসলাম।

নিহত শিশু জাহিদ ইবনে জামান মানিকগঞ্জ সদর উপজেলার জুকুরিয়া গ্রামের জামান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি খান মার্কেটের সামনে এলে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস সেটিকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে সিএনজিতে থাকা শিশু জাহিদ ইবনে জামান ছিটকে রাস্তার উপর পড়ে যায়। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদুল ইসলাম বলেন, নিহত শিশু জাহিদ ইবনে জামানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ট্রাকটিকে জব্দ করতে পেরেছি। তবে মাইক্রোবাসটিকে এখনো আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর