শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শীত নিবারণের আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

শীত নিবারণের আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
শীত নিবারণের আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

শীতের কনকনে ভোরে শরীয়তপুরের রুদ্রকরে ঘটে গেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। শীত নিবারণের জন্য ঘরের ভেতর জ্বালানো আগুনই কাল হয়ে দাঁড়ায় ৮৫ বছরের বৃদ্ধা কামরুন নাহারের জীবনে। ভোররাতে ঘুমন্ত অবস্থায় ওই আগুনে পুড়ে তিনি মারা গেছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কামরুন নাহার ওই এলাকার মৃত মোসলেম সরদারের স্ত্রী।


বিজ্ঞাপন


স্বজন ও এলাকাবাসী জানান, প্রায় ৩০ বছর আগে স্বামী মোসলেম সরদারের মৃত্যুর পর থেকে কামরুন নাহার একাই বসবাস করতেন। তার কোনো সন্তান ছিল না। স্বামীর আগের ঘরের সাত কন্যার বিয়ে হয়ে যাওয়ায় তিনি একটি ছোট কাঁচা ঘরে একাকী জীবন কাটাচ্ছিলেন।

স্থানীয়রা জানান, শীতের রাতে ঠান্ডা কমাতে তিনি ঘরের ভেতর মাটির মালসায় আগুন জ্বালাতেন। পাশাপাশি বিদ্যুৎ না থাকায় আলো হিসেবে ব্যবহার করতেন কেরোসিনের ল্যাম্প। ধারণা করা হচ্ছে, এসব থেকেই ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রতিবেশী আব্দুস সালাম জানান, ভোররাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ চিৎকার শুনে ঘুম ভাঙে। বাইরে এসে দেখা যায় কামরুন নাহারের ঘরে আগুন লেগেছে। বালতি ও মোটরের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হলেও ততক্ষণে তিনি আগুনে পুড়ে মারা যান।

রুদ্রকর ইউনিয়ন পরিষদের সদস্য সাঈদ শেখ বলেন, নিহত নারী খুবই নিরীহ ছিলেন এবং একাই থাকতেন। তার কোনো ছেলে সন্তান ছিল না। প্রতিবেশীরাই তাকে দেখভাল করতেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।


বিজ্ঞাপন


এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর