বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর
ছবি : ঢাকা মেইল

 কুমিল্লার হোমনায় নেশার টাকার জন্য বাবা-মাকে শারীরিক নির্যাতন ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের পৃথক অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের একজন মুক্তিযোদ্ধা, অন্যজন ব্যবসায়ী। তাদের অভিযোগের ভিত্তিতে উপজেলা নিবাহী কর্মকর্তা রুমন দে দুই যুবককে জেল জরিমানা করেন। 

বৃহস্পতিবার (৭ জুলাই) তাদের জেল হাজতে পাঠানো হয়। 


বিজ্ঞাপন


সাজাপ্রাপ্তরা হলেন কাশিপুর গ্রামের মো. সোহাগ (২৪) ও শ্রীপুর কৃষ্ণপুর গ্রামের মো. হোসাইন (১৯)। এতে মো. সোহাগকে ৬ মাস ও হোসাইনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ উভয়কে নগদ দুই শ টাকা করে জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবাহী কর্মকর্তা রুমন দে বলেন, তাদের বাবা-মায়ের অভিযোগ ছিল, সন্তান নেশার টাকা না পেয়ে প্রায়ই তাদের মারধর করতেন। তাদের গ্রামে গিয়ে লোকজনে সঙ্গে কথা বলেও এর সত্যতা পাওয়া যায়। তখন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুধবার বিকালে তাদের জেল এবং জরিমানার আদেশ দেওয়া হয়।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর