রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ময়মনসিংহে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

গতকাল শুক্রবার উপজেলার গোয়াতলা গ্রামে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত শিশুরা হলো ওই গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. আরাফাত (২) ও মো. রবি মিয়ার মেয়ে ফাতেমা আক্তার (২)। তারা আপন চাচাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর একটার দিকে দুলাল মিয়ার বাড়ির উঠানে খেলছিল আরাফাত ও ফাতেমা। কিছুক্ষণ পর পরিবারের লোকজন শিশুদের না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরে ভাসমান অবস্থায় দুই শিশুকে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। পরে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, উপজেলার গোয়াতলা গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর