নীলফামারীতে কানে হেড ফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় হৃদয় রায় (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর রেলপথের পৌর এলাকার আর্দশপাড়া চেতাশার ঘুন্টি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
হৃদয় রায় পাশ্ববর্তী দিনাজপুর জেলার খানসামা উপজেলার রামকলা গ্রামের বাসিন্দা।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই যুবক কানে হেড ফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হেঁটে কথা বলছিল। এ সময় চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনা গামী ‘খুলনা মেইল’ ট্রেনের ইঞ্জিনে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
প্রতিনিধি/টিবি

