সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, কার্তুজ, হাতবোমা ও ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড স্টেশন কয়রা এই অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় একটি দেশীয় পিস্তল, একটি তাজা কার্তুজ, দুটি হাতবোমা এবং ১৬টি ইয়াবা ট্যাবলেট। অভিযানের সময় দুষ্কৃতিকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা অস্ত্র ও মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/একেবি

