সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাত্র ৮ হাজার টাকার জন্য মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যা করেন মোরছালিন

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম

শেয়ার করুন:

মাত্র ৮ হাজার টাকার জন্য মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যা করেন মোরছালিন

মোরছালিনের ঋণ ছিল ৮ হাজার টাকা। সেই ঋণের টাকা জোগাড় করতেই চুরির উদ্দেশে বাসায় ঢুকে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তার স্ত্রী সুবর্ণা রায়কে (৬০) হত্যা করে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করা ওই যুবক।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এমন তথ্যই জানান রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন। এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া এলাকা থেকে সন্দেহভাজন যুবক মোরছালিনকে (২২) গ্রেফতার করে পুলিশ। মোরছালিন তারাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং টাইলস মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করেন।


বিজ্ঞাপন


ব্রিফিংয়ে পুলিশ সুপার মারুফাত হুসাইন জানায়, তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরছালিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। কুড়াল উদ্ধারে এখনও কাজ চলছে।

dEdYQ6HB

মোরছালিনের স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি আরও বলেন, মোরছালিনের আট হাজার টাকার মতো ঋণ ছিল। সেই ঋণের টাকা শোধ করতে তিনি যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে টাকা লুটের পরিকল্পনা করেন এবং ঘটনার দুই দিন আগে তিনি ওই বাড়িতে টাইলসের কাজ করেছিলেন।

আরও পড়ুন

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যায় গ্রেফতার ১

মোরছালিন পরিকল্পনা অনুযায়ী শনিবার (৬ ডিসেম্বর) রাতে ওই বাড়িতে ঢুকে সঙ্গে আনা কুড়াল দিয়ে প্রথমে সুবর্ণাকে, পরে যোগেশ চন্দ্র রায়কে কুপিয়ে হত্যা করেন। এরপর বাড়ির দা দিয়ে আলমারির তালা ভাঙেন। তালা ভেঙে সেখানে টাকা খুঁজলেও কিছু পাননি বলে পুলিশকে জানান। পরে দেয়াল টপকে পালিয়ে যাওয়ার সময় হত্যায় ব্যবহৃত কুড়ালটি পুকুরে ফেলে দেন।

EAk6Xeaf

উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামে নিজ বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। রোববার (৭ ডিসেম্বর) সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে দম্পতির রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে এ ঘটনায় বড় ছেলে শোভেন চন্দ্র রায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর