সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তফসিল ঘোষণায় নির্বাচনবিরোধী মহল হোঁচট খেয়েছে: রহমাতুল্লাহ

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

তফসিল ঘোষণায় নির্বাচন বিরোধী মহল হোঁচট খেয়েছে: রহমাতুল্লাহ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবি একমাত্র বিএনপিই করেছিল। নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দল যে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তফসিল ঘোষণার মাধ্যমে তা ভণ্ডুল হয়ে গেছে। তফসিল ঘোষণার পর এসব নির্বাচন বিরোধী মহল রাজনৈতিকভাবে হোঁচট খেয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরীর হরিণাফুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আশঙ্কা প্রকাশ করে রহমাতুল্লাহ আরও বলেন, এই দলগুলো আবারও নির্বাচন বানচালের চক্রান্ত করতে পারে। তাই নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নে দেশের জনসাধারণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন

নির্বাচন বানচাল করার কোনো শক্তি কারও নেই: প্রেস সচিব

রহমাতুল্লাহ আরও বলেন, খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে, জনগণ কখনোই তাদের ভোট দেবে না। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব যখনই সংকটে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়া আপসহীন দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছেন। জনগণের দেওয়া ‘দেশনেত্রী’ উপাধি তার অবদান ও ত্যাগেরই স্বীকৃতি। আগামী নির্বাচনে জনগণ খালেদা জিয়ার দল ও প্রতীককে বিজয়ী করে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, নগরীর ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন হাওলাদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারেক সোলায়মান, যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু ও শেখ শহিদুল ইসলাম সাজ্জাদ, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রদলের সভাপতি আসিফ আল মামুন, বরিশাল সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত তালুকদার প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর