সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দশমিনায় তিনটি বসতঘর আগুনে পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম

শেয়ার করুন:

দশমিনায় তিনটি বসতঘর আগুনে পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি

পটুয়াখালীর দশমিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আলীপুরা ইউনিয়নের মধুপুরা গ্রামের মৃত রাজণ্ড চন্দ্র দাসের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, অগ্নিকাণ্ডের সূত্রপাত অজ্ঞাত কারণে হতে পারে। এ ঘটনায় আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ক্ষতিগ্রস্তরা হলেন, মৃত রাজণ্ড চন্দ্র দাসের তিন ছেলে ধীরেন চন্দ্র দাস, শুনিল চন্দ্র দাস ও সুমন চন্দ্র দাস।

IMG-20251212-WA0004

এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, রাত দুইটার দিকে ঘুম থেকে উঠে তারা প্রথমে আগুনের লেলিহান শিখা দেখতে পান। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় মুহূর্তের মধ্যেই আগুন ৬টি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গলাচিপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ক্ষতিগ্রস্ত ধীরেন চন্দ্র দাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের তিনটি পরিবার নিঃস্ব হয়ে গেলাম। এখন সন্তানদের নিয়ে কোথায় যাবো, কী খাব, কিছুই জানি না। শীতের মধ্যে আমরা চরম বিপদে পড়েছি।

এ বিষয়ে আলীপুরা ইউনিয়ন পরিষদের সদস্য ফকরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে আসি। ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. জাকির হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের উৎস এখনো নিশ্চিত হওয়া যায়নি, প্রাথমিকভাবে অজ্ঞাত সূত্রপাত বলে ধারণা করছি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর