সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাটোরে সুজন’র গোলটেবিল বৈঠক

‘ভোটকেন্দ্রে চাপমুক্ত পরিবেশ নিশ্চিত হলেই গণতন্ত্রের উত্তরণ সম্ভব’ 

জেলা প্রতিনিধি, নাটোর 
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

‘ভোটকেন্দ্রে চাপমুক্ত পরিবেশ নিশ্চিত হলেই গণতন্ত্রের উত্তরণ সম্ভব’ 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে নাটোরে অনুষ্ঠিত ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা জোরালো মত দেন যে, ভোটকেন্দ্রে চাপমুক্ত পরিবেশ নিশ্চিত হলেই দেশে গণতন্ত্রের সঠিক উত্তরণ সম্ভব হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশের গণতন্ত্রকে তার সঠিক ধারায় ফিরিয়ে আনা যেতে পারে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে শহরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির শফী উদ্দিন সরদার মিলনায়তনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


বৈঠকে উপস্থিত অতিথিরা বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ অপেক্ষায় রয়েছে। তারা মনে করেন, ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন, সেজন্য ভোটকেন্দ্রে যেন কোনো চাপ বা প্রভাব বিস্তার না ঘটে, তা নিশ্চিত করতে হবে।

বক্তারা কেবল আইনি পদক্ষেপের উপর নির্ভর না করে বলেন, ‘শুধু আইন দিয়ে নয়, আমাদের মনের পরিবর্তন ঘটাতে পারলে সবকিছু সুন্দর করা সম্ভব।’ এটি সম্ভব হলেই গণতান্ত্রিক সংস্কৃতি আরও সুদৃঢ় হবে।

সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বক্তারা নির্বাচন আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করার উপর গুরুত্বারোপ করেন। তারা স্পষ্ট জানান যে, নির্বাচন আচরণবিধি মানা সম্ভব হলেই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব। সেজন্য নির্বাচন কমিশনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সুজনের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের উপদেষ্টা আসাদ আলী। বৈঠকে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নাটোর মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি প্রভাতী বসাক, শিক্ষাবিদ সুবিদ কুমার মৈত্র, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আলো’-এর নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, সুজনের সদস্য মীর আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট শহিদুল ইসলাম নোমান, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি রনেন রায় এবং ফারাজী আহম্মদ রফিক বাবনসহ অনেকে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর