নারায়ণগঞ্জে পুলিশ সুপারের পরিচয়ে বিকেএমইএ-এর সভাপতির কাছে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আড়াইহাজার থানা এলাকা থেকে মো. দ্বীন ইসলাম (৩৫) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জয়পুরহাটে নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার
পুলিশ জানায়, গত ১০ নভেম্বর সকাল ১১টা ২৮ মিনিটে ‘SP Narayanganj’ (এসপি নারায়ণগঞ্জ) নামের হোয়াটসঅ্যাপ আইডিতে পুলিশ সুপারের ছবি জুড়ে দিয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের কাছে দুই লাখ টাকা চাওয়া হয়। টাকা পাঠানোর জন্য একটি ডিবিবিএল ব্যাংক অ্যাকাউন্টও দেওয়া হয়।
বিষয়টি সন্দেহজনক মনে হলে মোহাম্মদ হাতেম ঘটনাটি পুলিশ সুপারকে জানান।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে পরিদর্শক মাহবুব হোসেন, এসআই শরিফুল ইসলামসহ একটি টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় আড়াইহাজার এলাকায় অভিযান চালায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আসামি ও তার সহযোগীরা বিভিন্ন সময় দেশের বিভিন্ন জেলার সরকারি কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণা চালায় এবং শিল্পপতি–ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দাবি করে।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে সদর মডেল থানায় প্রতারণা ও চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রতিনিধি/ এমইউ

