সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার: স্বপদে ফিরলেন মাহমুদ আলম

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ এএম

শেয়ার করুন:

সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার: স্বপদে ফিরলেন মাহমুদ আলম
খান মাহমুদ আলম

নড়াইলের লোহাগড়া উপজেলা শাখা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমের সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। এতে করে তিনি স্বপদ ফিরে পেলেন। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ বিষয়টি জানা গেছে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে যাওয়ার পথে বিএনপি নেতার মৃত্যু

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি-আদর্শের পরিপন্থী কার্যকলাপের অভিযোগে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর লোহাগড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমকে যুবদল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। 

এদিকে দীর্ঘ দেড় বছর পর বৃহস্পতিবার লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমের বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় স্থানীয় যুবদলের নেতাকর্মী ও সমর্থকরা লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার এলাকায় মিষ্টি বিতরণ করেন।

আরও পড়ুন: ‘মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে’


বিজ্ঞাপন


উল্লেখ্য, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর সকালে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়া মল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের সংঘর্ষে মিরান ও জিয়ারুল নামে দুই ভাইকে কুপিয়ে হত্যাকাণ্ডে উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমের সম্পৃক্ততার অভিযোগ ওঠে এবং তাকে প্রধান আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ নিয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর আলমকে যুবদল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর