রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম রকি (২৪) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা যান।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নোয়াখালী সদর উপজেলার সোনাপুর-আলেকজান্ডার সড়কের হানিফ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


রকি উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলার চররমিজ ইউনিয়িনের ৬ নম্বর ওয়ার্ডের মাইন উদ্দিনের ছেলে। তিনি নোয়াখালী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। 

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় রকি মোটরসাইকেল চালিয়ে নোয়াখালীর দিকে যাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে রাস্তার পাশে গাছে সঙ্গে তার ধাক্কা লাগে৷ এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

উপজেলা ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন সুখী 'ঢাকা মেইলকে' বলেন, রকির মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে নামাজের জানাযা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  ছাত্রলীগের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। 

নোয়াখালীর সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাটির কোন অভিযোগ ছিলো না। মরদেহ পরিবার বাড়িতে নিয়ে গেছে।


বিজ্ঞাপন


এজে/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর