লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে। এরই অংশ হিসেবে বাগভান্ডার বিওপির একটি টহলদল বিশেষ অভিযানে ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে ১৫ বিজিবি’র এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়— ভারতীয় শাড়ির একটি বড় চালান সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা চলছে। ওই তথ্যের ভিত্তিতে ১১ ডিসেম্বর রাতে বাগভান্ডার বিওপির আওতাধীন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার পূর্ব ভোটহাট এলাকায় বিজিবির টহলদল অভিযানে নামে।
বিজ্ঞাপন
অভিযানের সময় সীমান্ত অতিক্রমকারী সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়ির সরকারি সিজার মূল্য ধরা হয়েছে ২৭ লাখ ২০ হাজার টাকা।
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, আন্তঃসীমান্ত চোরাচালানকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি সর্বদা তৎপর। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার আশ্বাস দেন।
বিজিবির সফল এ অভিযানকে চোরাচালান প্রতিরোধে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

