শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তফসিলকে স্বাগতম জানিয়ে পাবনায় জামায়াতের মিছিল 

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

তফসিলকে স্বাগতম জানিয়ে পাবনায় জামায়াতের মিছিল 

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত এ তফসিলকে স্বাগতম জানিয়ে তাৎক্ষণিকভাবে মিছিল করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাদ মাগরিব পাবনা চাপা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।


বিজ্ঞাপন


মিছিলটি দই বাজার, নিউমার্কেট ও ইন্দিরা মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পাবনা পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে বক্তব্য দেন, পাবনা-৫ আসনে জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন।

তিনি বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে অবশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা এই তফসিলকে স্বাগতম জানাই। নির্বাচনে সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাই। গত ১৭ বছরে জামায়াতে ইসলামীর প্রতি যেই নির্যাতন অত্যাচার করা হয়েছে তাতে জনগণ দাড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করে সেই অত্যাচারের প্রতিশোধ নিবে ইনশাআল্লাহ।

মিছিলে পাবনা সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাকারিয়া খান, সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, পাবনা পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ইকরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর