শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেশের স্বার্থেই সিদ্ধান্ত নেবে জনগণ: নার্গিস বেগম

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম

শেয়ার করুন:

দেশের স্বার্থেই সিদ্ধান্ত নেবে জনগণ: নার্গিস বেগম

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশের স্বার্থকে উপেক্ষা করে বিদেশি শক্তির প্রভাবকে অগ্রাধিকার দেবে এমন নেতৃত্বকে আগামী দিনে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নে মহিলা দলের আয়োজিত এক নারী সমাবেশে বৃহস্পতিবার এ কথা বলেন তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নার্গিস বেগম বলেন, জনগণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে এবং দেশের স্বার্থেই তা গ্রহণ করবে। তিনি দাবি করেন, যে নেতৃত্ব দেশের সার্বভৌমত্ব, সীমান্ত সুরক্ষা ও জনগণের নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ, রাষ্ট্রশক্তি তাদের হাতেই থাকা উচিত।


বিজ্ঞাপন


“নিজ দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়ে বিদেশীদের স্বার্থকে প্রাধান্য দেবে এমন কাউকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। জনগণ খুব ভালোভাবে বোঝে কোন নেতৃত্ব তাদের পাশে থাকে,” বলেন নার্গিস বেগম।

আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে তিনি সমালোচনা করে বলেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ‘বসন্তের কোকিলের মতো’ হঠাৎ জনগণের সামনে হাজির হলেও সংকটকালে তারা কোথায় ছিলেন, জনগণ তা জানে। তার মতে, বিএনপি অতীতে যেমন জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও সেই অবস্থান বজায় রাখবে।

নারী উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির শাসনামলেই নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের ভিত্তি গড়ে ওঠে। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারী সমাজের অগ্রগতির জন্য নতুন কর্মসূচি গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, “এই দেশ আমাদের; দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে সামাজিক নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সবার দায়িত্ব। দেশের উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”


বিজ্ঞাপন


সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর এবং মহিলা দলের বিভিন্ন নেত্রীবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কচুয়া ইউনিয়ন মহিলা দলের নেত্রী রাজিয়া বেগম এবং পরিচালনা করেন সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভিন শেলী। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর