শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইনকানুন ও এসএফ লেখার কৌশল: ১০ জেলার তথ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

আইনকানুন ও এসএফ লেখার কৌশল: ১০ জেলার তথ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ

‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয়’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফরজানা।


বিজ্ঞাপন


সচিব বলেন, আইন হলো বিধিবদ্ধ নিয়ম, অর্থাৎ লিখিত বা অলিখিত নিয়ম অথবা প্রথা। আমরা সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত। তাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কাজের ক্ষেত্রে আইন জানা অত্যাবশ্যক। সচেতন নাগরিক হিসেবে নিজের ও দফতরের প্রয়োজনে মামলা বিষয়ে জানতে হবে। সরকারি মামলা কীভাবে পরিচালনা করতে হবে এবং মামলার বাদি-বিবাদির ন্যায়বিচার ও নায্যতা নিশ্চিত করতে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিধিমালা ও আইন সম্পর্কে জানা দরকার।

প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, যুগ্মসচিব মাহফুজা আখতার, আইন কর্মকর্তা (জেলা জজ) মো. মাসুদ পারভেজ ও উপসচিব তসলিমা নূর হোসেন।

খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে প্রশিক্ষণে আরও বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর এবং খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মো. শামীম হোসেন।

প্রশিক্ষণে খুলনা বিভাগের ১০ জেলার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দফতরের কর্মকর্তারা অংশ নেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর