শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পদ্মায় জেলের জালে ধরা ৮ কেজির রুই, সাড়ে ১৭ হাজারে বিক্রি

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

পদ্মায় জেলের জালে ধরা ৮ কেজির রুই, সাড়ে ১৭ হাজারে বিক্রি

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পরেছে ৮ কেজি ওজনের একটা রুই মাছ। মাছটি ১৭ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পদ্মা নদীর কাজীরহাট এলাকায় স্থানীয় জেলে কবিরের জালে রুই মাছটি ধরা পড়ে।


বিজ্ঞাপন


পরে দৌলতদিয়া ঘাটের ইউনুস মণ্ডলের আড়তে প্রকাশ্য নিলামে রুইটি প্রতি কেজি ২ হাজার করে মোট ১৬ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান বলেন, মোবাইল ফোনে যোগাযোগ করে রুই মাছটি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ১৭ হাজার ৬০০ টাকায় ফেনীতে এক ক্রেতার কাছে বিক্রি করেছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পরছে। জেলেরা মাছগুলো বিক্রি করে লাভবান হচ্ছেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর