সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পিরোজপুরে কুরআন শরীফ খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব টেনিস গ্রাউন্ডে পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
এ সময় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, পৌর বিএনপি সভাপতি শেখ শহিদুল্লাহ শহীদ এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদারসহ জেলা বিএনপি'র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। এ অবস্থায় তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসী আন্তরিকভাবে দোয়া করছেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, আল্লাহর কাছে দোয়া করি তিনি সুস্থ হয়ে যেন আমাদের কাছে ফিরে আসেন।
প্রতিনিধি/ এজে

