ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার শাহ্ মো. আবদুর রউফ বলেছেন, অস্ত্র ও মাদকের বিষয়টি আমার নজরে এসেছে। ফোকাসটা আমাদের এখন নির্বাচন কেন্দ্রীক। আমরা এ নিয়ে একটি স্পেশাল ড্রাইভে যাবো। ড্রাগস অ্যান্ড আর্মস একটার সঙ্গে আরেকটা রিলেটেড।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
বিজ্ঞাপন
পুলিশ সুপার শাহ্ মো. আবদুর রউফ বলেন, জেলায় আগ্নেয়াস্ত্র উদ্ধারে শিগ্গিরই অভিযান পরিচালনা করা হবে। অপরাধীরা কাউকে ব্রাহ্মণবাড়িয়ায় থাকতে দেওয়া হবে না। কোনো অপরাধী, মাদক কারবারি আর পুলিশ একসঙ্গে থাকতে পারে না।
তিনি বলেন, কোনো সন্ত্রাসী যদি মনে করে অপরাধ করে ব্রাহ্মণবাড়িয়াতে থাকবো, দয়া করে সেটা যেন মনে না করে। অপরাধ করা কাউকে ব্রাহ্মণবাড়িয়া থাকতে দিবো না। আমি যতক্ষণ এই চেয়ারে আছি আমার সীমাবদ্ধতার মধ্যেও এ নিয়ে কাজ করবো সেটা কথা দিতে পারি।
পুলিশ সুপার এ সময় সাংবাদিকের সহযোগিতা কামনা করেন। এক্ষেত্রে সঠিক তথ্য যেন দেওয়া হয় সেই আহ্বান তিনি জানান।
মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা স্বাগত বক্তব্য দেন। সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনা করেন।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উব রাজা, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. শহিদুল ইসলামসহ ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এজে

