শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কবর থেকে ভেসে আসছিল রিংটোন, খুঁড়ে যা পাওয়া গেল

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

কবর থেকে ভেসে আসছিল রিংটোন, খুঁড়ে যা পাওয়া গেল

কবর থেকে ভেসে আসছিল মোবাইল ফোনের রিংটোন। পরে কবর খুঁড়ে হারানো মোবাইল ফোন উদ্ধার করেন সামিউল ইসলাম সামি নামে এক যুবক। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নাটোর জেলার বাগাতিপাড়ায় দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর সামাজিক কবরস্থানে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে স্থানীয় এক ব্যক্তির জানাজা শেষে দাফন কাজে অংশ নেন স্থানীয় যুবক সামি। এসময় জ্যাকেটের পকেটে থাকা তার মোবাইল ফোনটি সবার অগোচরে কবরের ওপর ভাগে পড়ে যায়। পরে বাড়িতে ফিরে ওই যুবক তার ফোনটি বের করতে গিয়ে দেখেন, পকেটে মোবাইল ফোন নেই। এরপর ফোনে একাধিকার কল করলেও কেউ ফোনটি রিসিভ করছিল না। পরে কবরস্থানে গিয়ে ফোনে কল দিলে কবর থেকে রিংটোনের শব্দ ভেসে আসছিল। পরে কবরটি খুঁড়তেই মোবাইল ফোনটি বেরিয়ে আসে।

সামিউল ইসলাম সামি বলেন, ফোনটি হারানোর পর একাধিকার বার কল করলে রিং বাজছিল। কেউ যদি পেত, নিশ্চয়ই ফোনটা অফ করে দিতো বা সিম খুলে ফেলত। যেহেতু ফোনে রিং হচ্ছিল, তাই ধারণা করেছিলাম ফোনটা কবরস্থানেই আছে। আলহামদুলিল্লাহ, সকালে কবর খুঁড়ে ফোনটি পেয়েছি।

জয়ন্তীপুর বাজার জামে মসজিদের ইমাম আব্দুর রউফ বলেন, ফোনটি কবরের ওপরের অংশে থাকায় সহজে উদ্ধার করা সম্ভব হয়েছে। সাধারণত দাফনের সময় কবরের ওপরে খাপাচি দিয়ে মাটি দেওয়া হয়। মোবাইলটি সেই খাপের ওপরের দিকে থাকার কারণে গভীরে না গিয়ে ওপরের অংশে ছিল। 

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর