বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা 
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এবং জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য শরীফ হোসেন দুদুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।


বিজ্ঞাপন


জানা যায়, গত ১৩ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে টোটনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই দিন ডিবির আরেকটি অভিযানে গ্রেফতার হন শরীফ হোসেন দুদুও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিম উদ্দীন খান জানান, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাসহ চুয়াডাঙ্গায় মোট চারটি মামলার আসামি টোটন ও দুদু। আগামী রোববার আসামিদের জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর