বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুষ্টিয়ায় যুবককে গুলির পর কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ এএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় যুবককে গুলির পর কুপিয়ে জখম

কুষ্টিয়ার খোকসায় পাপ্পু বিশ্বাস (৩৫) নামের এক যুবককে গুলি করে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় ওসমানপুর ইউনিয়নের জিকে খালের কাজির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ পাপ্পু উপজেলার কলপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ওয়াজেদ আলীর ছেলে। তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে ভাড়া বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। মাটিতে পড়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

আহত পাপ্পুর বাবা জানান, তার ছেলেকে ৫–৬ রাউন্ড গুলি করা হয়েছে। দুটি গুলি পা ভেদ করেছে এবং একটি হাঁটুর ভেতরে আটকে আছে। হাত, পেট ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।


বিজ্ঞাপন


হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, গুলিবিদ্ধ পাপ্পুকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে এবং হাসপাতালেই চিকিৎসা সম্ভব।

খোকসা থানার ওসি মোতালেব হোসেন জানান, ঘটনার পরপরই অপরাধীদের আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর