রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপের ভেতর এখনও আটকা রয়েছে দুই বছরের শিশু সাজিদ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট এলাকার ফসলের মাঠে সে গর্তে ঢুকে পড়ে। তবে আট ঘণ্টা অতিবাহিত হলেও তাকে উদ্ধার করা যায়নি।
ঘটনার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। পাইপ সদৃশ বস্তু দিয়ে অক্সিজেন পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া ক্যামেরা পাঠিয়ে শিশুর অবস্থান জানারও চেষ্টা করা হচ্ছে। স্কেভেটর ও পাওয়ার টিলার দিয়ে মাটি খোঁড়া হচ্ছে। প্রাণপণ চেষ্টা চলছে শিশুটিকে জীবিত উদ্ধারের। অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। তবে রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির কোনো হদিস মেলেনি।
বিজ্ঞাপন
এ বিষয়ে রাজশাহীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু শামা বলেন, শিশুটিকে জীবিত উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
শিশুটির মা ও স্বজনরা ঘটনাস্থলে আহাজারি করছেন। ওই এলাকায় শত শত মানুষ রাতেও মাঠে ভিড় জমিয়েছেন। উৎকণ্ঠায় শিশুটিকে জীবিত ফিরে পাওয়ার আশা তাদের।
রাতে উদ্ধার অভিযানের সময় শিশুর মা কান্নায় ভেঙে পড়ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, ছেলেটি আমার পেছনে পেছনে যাচ্ছিল। যেতেই পা পিছলে পড়ে গেছে। আমি পেছনে ফিরে তাকাই, আমার ছেলে সাজিদ মা, মা বলে ডাকছে। এ সময় তিনি আবারও কান্নায় ভেঙে পড়েন।
এআর
