বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুরে মামাতো ভাইয়ের লাঠির আঘাতে ফুফাতো ভাই নিহত

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পিএম

শেয়ার করুন:

রংপুরে মামাতো ভাইয়ের লাঠির আঘাতে ফুফাতো ভাই নিহত

রংপুর জেলার কাউনিয়ায় মাত্র দুই শতক জমি নিয়ে দ্বন্দের জেরে মামাতো ভাইয়ের লাঠির আঘাতে নিহত হয়েছে ফুফাতো ভাই খোকা মিয়া (৫৫)।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা অফিসার ইনচার্জ নজমুল হক। 


বিজ্ঞাপন


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের পশ্চিম খোপাতি গ্রামের মৃত্যু হামেদ আলীর পুত্র খোকা মিয়ার সাথে একই গ্রামের জবেদ আলীর পুত্র মামাতো ভাই ইজার উদ্দিন (৫০) ও তোফাজ্জল হোসেনের সাথে জমি নিয়ে বিরাধ চলছিলো। শুক্রবার বেলা ১১টার দিকে খোকা মিয়ার দুই শতক জমি নিজের দাবী করে ইজার উদ্দিন (৫০) ও তোফাজ্জল হোসেন মাটি কাটতে যায়। এ খবর পেয়ে খোকা মিয়া জমিতে গিয়ে মাটি কাটতে বাঁধা দিলে প্রথমে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মামাতো ভাই তোফাজ্জল হোসেন ও ইজার উদ্দিন লাঠি দ্বারা খোকা মিয়া কে এলোপাতাড়ি মারপিট করে। তার চিৎকারে ছেলে জাকির হোসেন ও তার স্ত্রী শরিফা বেগম সুমি খোকা মিয়াকে বাঁচাতে গেলে তাদের কেও মারপিট করে। পরে এলাকাবাসী আহত তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে খোকা মিয়ার অবস্থার অবণতি ঘটলে তাকে শুক্রবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন আজ অবস্থায় বেলা ১১টার দিকে মারা যায়।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ নজমুল হক বলেন, জমি বিরোধের জেরে মারামারির ঘটনায় খোকা মিয়া নামে একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে ইতিমধ্যে মারামারি ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর