মাদারীপুর-২ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন বাতিলের দাবীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে শহরের স্বাধীনতা অঙ্গনে প্রথমে প্রথমে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হন দলীয় নেতাকর্মীরা। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
এতে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত মনোনয়ন বাতিল করে পুর্নবিবেচনা করার দাবি জানান তিনি। দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন হেলিন জেরিন খান। সমাবেশ শেষে সেখান থেকে সন্ধ্যায় একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে ডিসিব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
এতে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, সদস্য তোফাজ্জেল হোসেন খান, মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি সরোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলাল, জেলা কৃষকদলের সদস্য সচিব ওহিদুজ্জামান খান অহিদ, জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজুসহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদারীপুর-২ আসনে প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের নাম ঘোষণা করেন।
প্রতিনিধি/ এজে

