বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কক্সবাজারে ডিসি-এসপির নাম ভাঙিয়ে প্রতারণা

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারে ডিসি-এসপির নাম ভাঙিয়ে প্রতারণা

পর্যটন নগরী কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। চক্রটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে পৃথক দুটি মোবাইল নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার চেষ্টা করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার ও বুধবার (১০ ডিসেম্বর) জেলা প্রশাসন এবং জেলা পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথক সতর্কবার্তা প্রচার করা হয়েছে।


বিজ্ঞাপন


এর মধ্যে মঙ্গলবার দুপুরে ‘ডিসি কক্সবাজার’ নামের ফেসবুক পেজে একটি বিশেষ সতর্কবার্তা জারি করা হয়। সেখানে বলা হয়েছে, জেলা প্রশাসক, কক্সবাজারের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ প্রদান করা হলো। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

পোস্টটিতে একটি ছবিও যুক্ত করা হয়েছে। যেখানে দেখা যায়, ০১৭৬৪৮৮৪৩৯০ নম্বরের একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের ছবি ও নাম ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুই ট্রলারসহ আটক ২২

অন্যদিকে, বুধবার দুপুরে কক্সবাজার জেলা পুলিশের ফেসবুক পেজে আরও একটি বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘মোবাইল নম্বর ০১৮৬৪৯০১৭৬৫ ব্যবহার করে পুলিশ সুপার, কক্সবাজার জেলার নাম ও ছবির অপব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর কর্মকাণ্ডে কারও বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে পরামর্শ প্রদান করা হলো। সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’ ওই সতর্কবার্তায় ব্যবহৃত ছবিতেও দেখা যায়, প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে পুলিশ সুপারের ছবি ব্যবহার করছে।


বিজ্ঞাপন


কক্সবাজারের গুরুত্বপূর্ণ দুটি সরকারি প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে কারা এ ধরনের প্রতারণা করছে, তা শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর