বাগেরহাটে সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি আসন করা সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির পুর্নাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বাগেরহাটে দীর্ঘদিন চলে আসা চারটি আসনই বহাল থাকল। এ রায়ে বাগেরহাটের মানুষের স্থায়ী বিজয় হয়েছে বলে জানান বাগেরহাটের পক্ষে রিটকারী সিনিয়র আইনজীবি ব্যারিষ্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন।
এদিকে আপিল বিভাগ বাগেরহাটের চারটি আসন বহাল থাকায় জেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। তবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ্য থাকায় কোন আনন্দ মিছিল করেনি দলটির নেতাকর্মীরা। অন্যান্য দলের সমর্থকরাও বিএনপিকে সম্মান দেখিয়ে আনন্দ মিছিল করেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলহামদুলিল্লাহ এবং বাগেরহাটের বিজয় হয়েছে বলে স্টাটাস দিচ্ছেন সর্বস্তরের জনগণ।
বাগেরহাটে চারটি আসন বহাল থাকায় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা এবং জনসংযোগে নতুন মোড় নিয়েছে। চারটি না তিনটি সংসদীয় আসন হবে, সে বিষয় নিয়ে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নানা বিড়ম্বনা ছিল। যার কারণে বিএনপি এখন পর্যন্ত এজেলার কোন আসনে প্রার্থী ঘোষণা করেনি।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, চারটি আসন ফিরে পাওয়ায় আমরা খুশিতে আত্মহারা। সবাই খুশি হয়েছে। গন মানুষের আকাঙ্খার প্রতিফলন হয়েছে এই রায়ে। এখন চারটি আসন ফিরে পাওয়ায় আমরা সবাই নিজ নিজ আসনে প্রচার-প্রচারণা চালাতে পারবো। তবে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি থাকায় আমরা মানসিকভাবে কষ্টে আছি। তাই আমরা কোন আনন্দ মিছিল করব না। তবে একজন বাগেরহাটবাসী হিসেবে আমি খুবই আনন্দিত।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

