ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশের সম্পদ লুট, দুর্নীতি ও অর্থপাচারে জড়িত ব্যক্তিদের আর কোনোভাবেই রাষ্ট্রক্ষমতায় ফেরানো যাবে না। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে মোংলার শাপলা চত্বরে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘যারা দেশের টাকায় বিদেশে 'বেগমপাড়া' বানিয়েছে, যারা বারবার দেশকে দুর্নীতির শীর্ষে তুলেছে—তাদের হাতে দেশ নিরাপদ নয়। জনগণ এদের আর ক্ষমতায় দেখতে চায় না।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘বিগত সময়ে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শাসন জনগণ দেখেছে। কিন্তু মানুষ এখন নতুন নেতৃত্ব ও ভিন্ন রাজনীতির স্বাদ চায়। তাই দেশের সর্বস্তরের মানুষ ইসলামী শাসনব্যবস্থা কেমন হতে পারে তা দেখার সুযোগ চায়। আপনারা বাক্স ভরে ভোট দিলে আমরা দেখিয়ে দেব কীভাবে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনিদের উৎখাত করতে হয়।’
মুফতী রেজাউল করীম সমাবেশে যুব সমাজের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বেকারত্ব, মাদক এবং নৈতিক অবক্ষয়ে যুব সমাজ বিপর্যস্ত। দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলগুলো এসব সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে তরুণদের জন্য কর্মসংস্থান, নৈতিক শিক্ষার প্রসার এবং মাদকমুক্ত সমাজ গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ দুর্নীতিগ্রস্তদের হাতে জিম্মি। জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। পরিবর্তনের সময় এসেছে।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণের দোরগোড়ায় যেতে হবে। মানুষের সমস্যা মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু মনে করা যাবে না; ইসলামের ন্যায়পরায়ণতার আদর্শ দিয়ে মানুষকে আমাদের পথে আনতে হবে।’
বিজ্ঞাপন
এছাড়া তিনি আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সব দলকে সমান সুযোগ দিতে হবে। প্রশাসনকে নিরপেক্ষ রাখতে হবে। জনগণের ভোটাধিকার সুরক্ষিত হলেই দেশে গণতন্ত্র শক্তিশালী হবে।’
সমাবেশে মুফতী রেজাউল করীম বাগেরহাট-৩ আসনে তার দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ শেখ জিল্লুর রহমানকে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম, বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন এবং মোংলা পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম।
প্রতিনিধি/একেবি

