বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ ফিরিয়ে আনতে চাই। যেখানে কর্মক্ষেত্রে প্রবেশের একমাত্র যোগ্যতা হবে আপনার মেধা ও যোগ্যতা। রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয় মুখ্য হবে না। চাকরি পেতে কোনো জনপ্রতিনিধিকে ঘুষ দিতে হবে না।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা-২ আসনের লোকনাথপুর হেলিপ্যাড মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার, মানবাধিকার, আইনের শাসন ও গণমাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধারের আন্দোলন এককভাবে বিএনপি শুরু করেছিল। গণঅভ্যুত্থানের পরও তারেক রহমান বা বিএনপি কখনও এ কৃতিত্ব দাবি করেনি-এটাই বাস্তব সত্য।
তিনি বলেন, আগামী দিনে ঘরে ঘরে জাতীয়তাবাদী দলের কর্মপরিকল্পনা পৌঁছে দিতে হবে। বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি পরিবারকে পারিবারিক কার্ডের আওতায় এনে মাসে দুই থেকে আড়াই হাজার টাকা খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত, সাংস্কৃতিক পরিমণ্ডলকে সক্রিয় এবং তরুণ প্রজন্মকে সুস্থ পরিবেশে গড়ে তোলাই দলের লক্ষ্য।
বিশ্ববিদ্যালয় জীবন শেষে চাকরি না পাওয়া তরুণদের অন্তত এক বছর বেকার ভাতার আওতায় আনার কথা উল্লেখ করে তিনি বলেন, অল্প শিক্ষিতদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যুবক-যুবতীদের ব্যবসার জন্য জামানতবিহীন প্রাথমিক ঋণ দেওয়া হবে।
তিনি জানান, কৃষকদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করে প্রণোদনা নিশ্চিত করা হবে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শস্য বীমার আওতায় আনা হবে।
প্রতি আড়াই’শ শয্যার হাসপাতালকে এমনভাবে উন্নত করা হবে, যাতে চিকিৎসার জন্য আর কাউকে জেলার বাইরে যেতে না হয়। ঘরে ঘরে স্বাস্থ্যকর্মী পৌঁছে দিয়ে স্বাস্থ্য সচেতন জাতি গড়াই বিএনপির লক্ষ্য।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আপনারা সৌভাগ্যবান যে উচ্চশিক্ষিত, সৎ ও যোগ্য প্রার্থীদের মধ্যে সামনের সারিতে রয়েছেন মাহমুদ হাসান খান বাবু। তিনি বিজিএমইএ নির্বাচিত সভাপতি ও বড় ব্যবসায়ী সমাজের প্রতিনিধি। মানুষের ভাগ্য পরিবর্তনের প্রত্যাশায় তিনি আপনাদের কাছে এসেছেন। তাই আপনাদের পবিত্র ভোটটি দিন আপনাদের আপনজন বাবু খানকে। ধানের শীষকে জয়যুক্ত করুন।
জনসভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, বিজিএমইএ প্রেসিডেন্ট ও ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।
মাহমুদ হাসান খান বাবু তার বক্তব্যে বলেন, সবার আগে নিজ পরিবারের ভোট নিশ্চিত করুন। প্রতিটি ভোট ধানের শীষের পক্ষে দিন। আমরা ঘরে ঘরে গিয়ে ভোট চাইব। ধানের শীষ জিতলে উন্নয়নের নতুন মাত্রা যোগ হবে।
সভায় আরও বক্তব্য দেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু ও দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট।
প্রতিনিধি/ এজে

