পটুয়াখালীর দশমিনা উপজেলায় মায়ের একটু সাধ পূরণ করতে হেলিকপ্টারে গ্রামের বাড়িতে ফিরেছেন মালয়েশিয়া-প্রবাসী মো. আওয়াল হোসেন মৃধা।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ২টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বেসরকারি হেলিকপ্টারে করে তিনি নিজের গ্রাম রামভল্লবে পৌঁছান।
বিজ্ঞাপন
জানা যায়, উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রামভল্লব গ্রাম-এর মরহুম আবদুল আজিজ মৃধার ছোট ছেলে আওয়াল মৃধা দীর্ঘ ২২ বছর ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটাচ্ছেন। প্রবাসে থাকার পরও তিনি প্রতি বছর বাবার মৃত্যুবার্ষিকীতে দেশে আসেন। এবারও আগামী সোমবার তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামে ওয়াজ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে; যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য ইসলামী বক্তা আমির হামজা।
পরিবারের সূত্রে জানা যায়, কয়েক মাস আগে আওয়াল মৃধার মা কুলসুম বিবি ছেলেকে এ বছর হেলিকপ্টারে গ্রামে আসার ইচ্ছা প্রকাশ করেন। মায়ের সেই ইচ্ছা পূরণ করতেই তিনি এই বিশেষ যাত্রার সিদ্ধান্ত নেন।
আওয়াল মৃধা বলেন, বুধবার সকালে মালয়েশিয়া থেকে দেশে এসে, মায়ের কথা রাখতে হেলিকপ্টারে গ্রামের বাড়ি আসলাম। রাজনীতিতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। বরং এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। এমন কিছু কাজ করতে চাই, যাতে মৃত্যুর পরও মানুষ আমাকে দোয়া করে মনে রাখবে।
তার আগমনে গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ, বেতাগী সানকিপুর মানবসেবা সংগঠন‑এর সদস্যগণসহ বিভিন্ন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার পরিচালকরা তাকে ফুলমালা দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানান।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

