বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঘর বিএনপিরও ভাঙবে, জামায়াতেরও ভাঙবে, দোয়া দরুদে কাজ হবে না: হান্নান

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম

শেয়ার করুন:

ঘর বিএনপিরও ভাঙবে, জামায়াতেরও ভাঙবে, দোয়া দরুদে কাজ হবে না: হান্নান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ বলেছেন, ঘর বিএনপিরও ভাঙবে, জামায়াতেরও ভাঙবে- তবে শুধু দোয়া-দরুদ পড়লে নদী ভাঙন রোধ হবে না। এজন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেছেন, হাতিয়ার মানুষ চাইলে ইলেকশন করব না হয় করব না, তবে হাতিয়াকে জিম্মি হতে দেব না। আমরা শুধু স্বপ্ন দেখি না, স্বপ্ন বাস্তবায়নও করি। স্বপ্ন বাস্তবায়ন করতে সাহস লাগে।


বিজ্ঞাপন


IMG-20251210-WA0022

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারে এনসিপির ‘মার্চ ফর চেঞ্জ’ শোডাউন পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি কারও বিরুদ্ধে বলতে আসিনি, আমি এসেছি হাতিয়ার মানুষের পক্ষে কথা বলতে। আমি মজলুমের পক্ষে- জালিমের বিরুদ্ধে লড়াই করতে এসেছি। আমরা গোলামীর জিঞ্জির ভাঙতে সক্ষম হয়েছি। এক বছর আগে কথা দিয়েছিলাম- হাতিয়ার নদী ভাঙন রোধে জিও ব্যাগ এবং ফেরি সার্ভিস চালু করব। এখন তা দৃশ্যমান হতে শুরু করেছে।

আরও পড়ুন

হাতিয়াবাসী না চাইলে নির্বাচন করব না: হান্নান মাসউদ

এনসিপির এ নেতা আরও বলেন, নৌ-ঘাটের অনিয়মে শুধু মোহাম্মদ আলীর (সাবেক এমপি) নাম রটে গেছে! এখন কারা যাত্রী হয়রানি করে? কারা অনিয়ম করে?

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটে লড়ার বিষয়ে তিনি বলেন, হাতিয়ার মানুষ যদি আমাকে ভোট করতে বলে- তবেই ইলেকশন করব। ভোটের জন্য মারামারি-হানাহানি করতে পারব না।

হাতিয়ার নদী ভাঙন রোধ ও উন্নয়নের বিষয়ে দলমত নির্বিশেষে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানানোর এক পর্যায়ে উপস্থিত জনতা ও কর্মী-সমর্থকদের নিয়ে- ‘বেকে আইয়েন মিলি যায়- দ্বীপ বাঁচাইবার শেষ লড়াই, বেকে আইয়েন মিলি যায় হাতিয়ারে বদলাই’ শ্লোগানে মার্চ ফর চেঞ্জ পথসভাকে মুখরিত করে তোলেন।

thumbnail_33061

এর আগে ‘মার্চ ফর চেঞ্জ’ শোডাউন কর্মসূচির লক্ষ্যে আব্দুল হান্নান মাসুদ ঢাকা থেকে নোয়াখালী হয়ে চেয়ারম্যান ঘাট থেকে স্পিডবোট দিয়ে হাতিয়ার নলচিরা ঘাটে এসে পৌঁছেন। এসময় হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার মানুষ তাকে স্বাগতম জানান।

পথসভা শেষে ‘মার্চ ফর চেঞ্জ’ কর্মসূচির উদ্দেশে তিনি দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে হোন্ডা ও গাড়িযোগে শোডাউন করে জাহাজমারা এলাকার দিকে রওনা হন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর