বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় সাংবাদিকতা পেশায় নিয়োজিত শিক্ষকদের তথ্য চেয়ে পত্র প্রেরণ

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় সাংবাদিকতা পেশায় নিয়োজিত শিক্ষকদের তথ্য চেয়ে পত্র প্রেরণ

গাইবান্ধা জেলার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ করেছে জেলা শিক্ষা অফিসার।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান স্বাক্ষরিত পত্র জেলার প্রত্যেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়।


বিজ্ঞাপন


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের উদ্দেশে ওই পত্রে উল্লেখ করা হয়- আপনার আওতাধীন কর্মরত এমপিওভুক্ত বিদ্যালয় ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মধ্যে যারা সাংবাদিকতা ও আইন পেশায় নিয়োজিত আছেন, তাদের তথ্য আগামী ১৪ ডিসেম্বর বেলা ২টার মধ্যে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন

তফসিল ঘোষণার পরই ২ ছাত্র উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে: প্রেস সচিব

গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর বিধি মোতাবেক কোনো শিক্ষক-কর্মচারী শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সাংবাদিকতা, আইন পেশাসহ অন্য কোনো ‘আর্থিক লাভজনক’ পেশায় জড়িত থাকতে পারবে না বলে নীতিমালা জারি করেছে সরকার। এরই পরিপ্রেক্ষিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চাওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর