বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝিনাইদহ ১ আসনে এনসিপির মনোনয়ন পেলেন লাবাবুল বাসার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহ ১ আসনে এনসিপির মনোনয়ন পেলেন লাবাবুল বাসার

ঝিনাইদহ-১ আসনে (শৈলকূপা) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন লাবাবুল বাসার (দয়াল বাসার)। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল ল'ইয়ার্স অ্যালায়েন্সের যুগ্ম আহ্বায়ক।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।


বিজ্ঞাপন


এনসিপির জেলা কমিটির নেতারা জানান, দলটির শীর্ষ নেতারা সারাদেশে ১০০টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছেন। ঝিনাইদহ-১ আসনে (শৈলকূপা) লাবাবুল বাসারের নাম ঘোষণা করে এনসিপি। লাবাবুল বাসার আইন পেশার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সমাজসেবার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

জানা গেছে, ঝিনাইদহ জেলার বাকি ৩টি আসনেও পর্যায়ক্রমে দলীয় প্রার্থী দেবে এনসিপি। এরই মধ্যে দলটি তৃণমূল পর্যায়ে দলীয় নেতাদের জনপ্রিয়তা ও কর্মতৎপরতা যাচাই বাছাই শুরু করেছে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর