ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন (দোহার ও নবাবগঞ্জ) থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে এনসিপির মনোনয়ন পেয়েছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের কেন্দ্রীয় সংগঠক মো. রাসেল আহমেদ।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামটর এনসিপির দলীয় কার্যালয়ে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন।
বিজ্ঞাপন
জুলাই আন্দোলনে ঢাকার দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলা ও ঢাকার মুহাম্মদপুর এলাকাকে সংগঠিত করেছেন।
দোহার নবাবগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাসেল আহমেদ জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাকালীন দক্ষিণ অঞ্চলের কেন্দ্রীয় সংগঠক, নির্বাহী কমিটির সদস্য, কর্মসূচি ও বাস্তবায়ন সেলের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
প্রতিনিধি/ এজে

