বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অস্ত্র ও গোলাবারুদ জব্দ

সুন্দরবনে দস্যুদের আস্তানা থেকে আট জেলে উদ্ধার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

সুন্দরবনে দস্যুদের আস্থানা থেকে আট জেলে উদ্ধার

সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে আট জিম্মি জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ তাদের উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, আতিয়ার (২৮), আবুল খায়ের গাজী (২৪), মোশারফ হোসেন ঢালী (৬০), মকছেদ আলী (৫০), মিজানুর রহমান (৩৭), জলিল গাজী (৩৫), কৃষ্ণপদ রপ্তান (৪৫) এবং সুগদেব মন্ডল (২৭)।

তিনি জানান, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের বিভিন্ন খাল–বিল ও নদীসংলগ্ন এলাকায় জেলেদের অপহরণ, চাঁদাবাজি ও নির্যাতনের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছিল। সম্প্রতি কয়রা ও আশপাশের এলাকা থেকে বেশ কয়েকজন জেলে নিখোঁজ হওয়ার পর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা অভিযান চালিয়ে বাহিনীর একটি আস্তানা ঘিরে ফেলে। দস্যুরা পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া অস্ত্র–গোলাবারুদসহ আট জিম্মিকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর