কুমিল্লায় হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন তোতাকে (৪০) ফেনী থেকে গ্রেফতার করেছে র্যাব। ফেনীর চেওরিয়া থেকে গ্রেফতারের পর তাকে বুধবার (১০ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতার তোতা মিয়া ফেনীর সোনাগাজী উপজেলার মহদিয়া গ্রামের মৃত রবিউল হক রফিকের ছেলে। তিনি ২০০৯ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একটি ডাকাতি ও হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন।
বিজ্ঞাপন
র্যাব জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের চেওরিয়া গ্রামে অভিযান চালায় ফেনীস্থ র্যাব-৭ এর একটি দল। এসময় হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি তোতাকে গ্রেফতার করা হয়।
ফেনীস্থ র্যাব-৭ এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতার তোতা মিয়া আদালত থেকে জামিন নিয়ে দেশের বিভিন্নস্থানে পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে সোনাগাজী থানায় হস্তান্তরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস

