বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মধ্যরাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটি ঘোষণা 

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

শেয়ার করুন:

মধ্যরাতে নিষিদ্ধ ঘোষিত  ছাত্রলীগের কমিটি ঘোষণা 

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বরগুনা জেলার বেতাগী উপজেলা শাখার নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পর জেলা ছাত্রলীগের প্যাডে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।


বিজ্ঞাপন


বরগুনা জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই নিষিদ্ধ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট দিতে থাকেন।

জেলা ছাত্রলীগের প্যাডে প্রকাশিত ঘোষণায় জানানো হয়, বেতাগী উপজেলা ছাত্রলীগের চারটি পদে মোট ৩১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটি এক বছরের জন্য বহাল থাকবে। বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা এবং সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানের স্বাক্ষর রয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন সোহেল আমিন হাওলাদার, সাধারণ সম্পাদক শিফাত সিকদার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাওন মৃধা। এছাড়া সহ-সভাপতি ১৭ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ৮ জন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাইবান্ধায় এনসিপির মনোনয়ন পেলেন সোহাগ ও আসাদুজ্জামান

গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা বলেন, যে ছাত্র সংগঠনের হাত ধরে বাংলাদেশের জন্ম হয়েছে, তার নাম ছাত্রলীগ। ছাত্রলীগ কারও নিষিদ্ধ মানে না। বেতাগী উপজেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং অবৈধ ইউনুসের পতনের আন্দোলন বেগবান করতেই এ কমিটি দেওয়া হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর