বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

‘আমাদের সংগ্রাম আমাদের মর্যাদা, আমাদের মুক্তি’ স্লোগানে জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন এ মানববন্ধনের আয়োজন করে।


বিজ্ঞাপন


এ সময় মানববন্ধনে দলিত জনগোষ্ঠীর বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন- বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, উপদেষ্টা শাহজাহান আলী, কোষাধ্যক্ষ নির্মলা মন্ডল, সহ-সভাপতি অর্পিতা দাস, দেবসাগর ঠাকুর, ব্রুনাথ ঠাকুর প্রমুখ।

প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সব ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর কোটা ব্যবস্থা, সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা ব্যবস্থা প্রবর্তন, সব মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর আবাসন ব্যবস্থা, খাস জমি বরাদ্দের মাধ্যমে দলিতদের ভূমির অধিকার নিশ্চিতকরণসহ ৮ দফা বাস্তবায়নের দাবি জানান বক্তারা। 

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর