বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মডেল মসজিদ ইসলামিক সংস্কৃতির মূল্যবোধের বিকাশ ঘটাবে: ধর্ম উপদেষ্টা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতির মূল্যবোধের বিকাশ ঘটাবে: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মডেল মসজিদ সমাজে ইসলামিক সংস্কৃতির মূল্যবোধের বিকাশ ঘটাবে। ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের হাজরা নাটোর এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে ইসলামিক সংস্কৃতির মূল্যবোধের বিকাশ ঘটাবে। মসজিদ যত বৃদ্ধি পাবে, আমাদের মুসল্লির সংখ্যাও বাড়বে এবং সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। নিঃসন্ধেহে নামাজ সকল অপরাধ, খারাপ, ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। আমরা চাচ্ছি, মানুষ নামাজমুখী হোক, আমরা নামাজমুখী সমাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছি। এ মসজিদগুলো সমাজে ইবাদত হিসেবে ইতিবাচক ভূমিকা রাখবে।

উপদেষ্টা আরও বলেন, সারাদেশে ৫৬৬টি মডেল মসজিদ প্রতিষ্ঠা করতে যাচ্ছি। ইতোমধ্যে সাড়ে ৩শ মডেল মসজিদ নিমার্ণ করা হয়েছে। অনেক মসজিদের কাজ ভাল হয় নাই। কিছু কিছু মসজিদের ফাটল, উন্নত সমগ্রী ব্যবহার করা হয়নি। একটি মসজিদ নিমার্ণে ১৪-১৫ কোটি টাকা খরচ করেও পরিপূর্ণ তুলতে পারি না। বিগত সরকারের এমপি-মন্ত্রীরা তাদের নিজ এলাকায় নিয়ে গেছেন। এ মসজিদ আমরা করে দিলাম, এটাকে সচল রাখা আপনাদের দায়িত্ব। নামাজের জায়গাহ হিসেবে প্রতিষ্ঠাতা করার দায়িত্ব আপনাদের। এটা আপনাদের সম্পদ, দেখভাল আপনাদের। মসজিদের কোনো ত্রুটি দেখা দিলে আপনারা গণপূর্ত বিভাগকে জানাবেন, তারা অতি দ্রুত তা সংস্কার করে দেবে।

উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব, নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

৪ তলা বিশিষ্ট নাটোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৭ কোটি ৫৫ লাখ টাকা। এটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে গণপূর্ত বিভাগ। মডেল মসজিদে পুরুষ ও নারীদের জন্য পৃথক নামাজের জায়গা, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নামাজের জায়গা, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা, বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরি, কনফারেন্স রুম, গেস্ট রুম, ইমাম মুয়াজ্জিন ও খাদেমের জন্য আবাসিক ব্যবস্থা পার্কিং প্লেস ইত্যাদি সুযোগ সুবিধা রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর