বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাভারে সাপের কামড়ে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সাভার
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

সাভারে সাপের কামড়ে শিশুর মৃত্যু

ঢাকার সাভারে সাপের কামড়ে শিখা মনি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাংক টাউনের নামা গেন্ডা বটতলা এলাকায় বাড়ির পাশের ঘাসে খেলতে গেলে সাপ তাকে কামড় দেয়।


বিজ্ঞাপন


রাত ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিখা মনি সাভারের নামা গেন্ডা বটতলা এলাকার দুবাই প্রবাসী জহুরুল ইসলামের মেয়ে। শিশুটির মা শারীরিক প্রতিবন্ধী বলে জানিয়েছে পরিবার।

সাপের কামড়ে আক্রান্ত ছয় বছরের শিখা মনিকে বাঁচাতে স্বজনরা একের পর এক হাসপাতালে ছুটেছেন। কিন্তু কোথাও মেলেনি জরুরি অ্যান্টিভেনম (ভ্যাকসিন)। সাভার থেকে শুরু করে ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা ঘুরেও শেষ পর্যন্ত পাওয়া যায়নি প্রয়োজনীয় চিকিৎসা। অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর মৃত্যু হয় শিশুটির।

তীব্র যানজটের মধ্যেও স্বজনরা অ্যাম্বুলেন্সে করে তাকে সোহরাওয়ার্দীতে নেন। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন—হাসপাতালে ভ্যাকসিন নেই। চিকিৎসকরা শিশুটিকে দ্রুত মহাখালী হাসপাতালে নিতে বলেন। 


বিজ্ঞাপন


মহাখালীতে পৌঁছালেও পাওয়া যায় একই উত্তর—সাপের ভ্যাকসিন নেই। একের পর পর দিন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দৌড়ঝাঁপ শেষে শিশুটিকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, লাশ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর