রাসেল মজুমদারকে আহ্বায়ক এবং মো. সুলতান হোসেনকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মাগুরা জেলা কমিটি গঠিত হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত মাগুরা জেলা কমিটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
৭৩ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন খাজা মো. তারিকুল ইসলাম। এছাড়া ৭ জন যুগ্ম আহ্বায়ক হয়েছেন যথাক্রমে মো. সাইদ জোয়ার্দার, মো. জাহিদুল ইসলাম কুদ্দুস, মো. মাজেদুল হক, ইঞ্জি. বি.এম. ফররুখ আহমেদ, মো. তোকান হোসেন, মো. দেলোয়ার হোসেন দৌলত এবং ঝর্না খাতুন।
অন্যদিকে সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদ পেয়েছেন মো. হাসান ইমাম পলক। কমিটির ৮ যুগ্ম সদস্য সচিব হচ্ছেন মো. এনামুল মোল্লা, মো. সফিউল্লাহ, জসীম উদ্দীন, মো. কামরুজ্জামান অন্তর, মো. বাবু, মো. ইয়াসিন আরাফাত, মোছা. সোনালী খাতুন এবং বাইজীদ হোসেন।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন, সালেহ আহম্মাদ শাকিল। এছাড়া সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. রিয়াজ পাটোয়ারী এবং ৫ সহ সাংগঠনিক সম্পাদক হলেন আতিপ আহম্মেদ হৃদয়, মো. বিপ্লব, সোহেল রানা, রজব আলী ও মো. জাফর মোল্যা।
কমিটিতে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন মো. খাইরুল শেখ।
বিজ্ঞাপন
ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্যরা হচ্ছেন মো. আব্দুল্লাহ শিকদার, মো. কামাল জোয়ার্দার, তপন জোয়ার্দার, মো. আরব আলী, মো. সিহাব হোসেন, কাজী জিন্নাত, মো. আছাদ, মো. অনিক, শেখর রায়, মো. টুকু শেখ, মো. মিজানুর রহমান, মো. নায়েব আলী, মো. সুমন, মো. মিলন হোসেন, মো. সাবু, মো. আশরাফ বিশ্বাস, মো. সোহানুর রহমান সোহান, মো. তৌহিদুল ইসলাম, স্বপন কুন্ড, মো. মাইনুল ইসলাম, মো. তানজির, আল মামুন, মো. জাহিদুল হোসেন, সামছু বিশ্বাস, রতন শেখ, কাওসার হামিদ, মো. ইমরান হোসেন, রাসেল মাহমুদ, এনামুল কবির, মো. জামিরুল, মো. মিরাজ হোসেন, মোর্শেদ মোল্লা, সাহজাহান, রায়হান বিশ্বাস, আসিফ অভি, মোহাম্মদ সাজ্জাদ, মো. রাজীব হোসেন, রহমান বিশ্বাস, মো. তারেক রহমান, আমিনুর রহমান, মো. আব্দুল কুদ্দুস, সজল বিশ্বাস, নিতিস বিশ্বাস, সুমন বক্স, মো. আশরাফ এবং আলী আকবর।
প্রতিনিধি/টিবি

