ফেনী শহরের রাজাঝির দিঘী থেকে শুক্কুর মিয়া (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে তার মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পৌঁছে দেয়। পরে হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করে স্বজনরা।
বিজ্ঞাপন
শুক্কুর মিয়া পেশায় নির্মাণ শ্রমিক। তিনি কয়েকদিন আগে কাজের সন্ধানে গাজীপুর সদর উপজেলার হাতিমারা এলাকা থেকে ফেনীতে আসেন। সকালে ঘর থেকে বের হয়ে আর ফেরেনি বলে জানায় সহকর্মীরা।
ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টার দিকে ফেনী শহরের রাজাঝির দিঘীতে একজনের মরদেহ ভেসে ওঠার খবর পাই। তাৎক্ষণিক আমরা সেখানে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার মৃত্যু কিভাবে হয়েছে তা বলা যাচ্ছে না।
বিজ্ঞাপন
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফওজুল আজিম বলেন, নিহতের স্বজন ও সহকর্মীরা হাসপাতালের মর্গে গিয়ে মরদেহটি শনাক্ত করে। তার মৃত্যু কিভাবে হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।
প্রতিনিধি/টিবি

