বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নারায়ণগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জিহাদুল (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে থানার পাইনাদী নতুন মহল্লার শাপলা চত্বর সংলগ্ন মায়া টি-স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়।


বিজ্ঞাপন


সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নির্দেশনায় সহকারী উপপরিদর্শক (এসআই) মো. জাকিরুল ইসলাম ও এসআই মো. মোস্তফা কামালের নেতৃত্বে একটি টিম অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, সন্দেহভাজন জিহাদুল ইসলামকে ধরার পর তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার জিহাদুল ইসলাম (২০) কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে পাইনাদী নতুন মহল্লার পিএমএ মোড়ে বসবাস করছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘গ্রেফতার আসামি জিহাদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে উপস্থাপন করা হবে।’

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর