টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান।
নিহতরা হলেন— ট্রাকচালক শেরপুরের শ্রীবরদী থানার সোহেল ও টাঙ্গাইলের বাসাইল উপজেলার আমিনুর।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির পুলিশ এসআই কামরুল হাসান জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী এক মালবাহী (চাল, মুরগী ও হাসঁভর্তি) ট্রাক সামনে থাকা কাভার্ডভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। সংঘর্ষের পর ট্রাকের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর কিছুসময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয় বলেও দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।
প্রতিনিধি/টিবি

